আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় পয়সারহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সভাপতিত্বে পয়সারহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৮জনের মাঝে ঘর নির্মানের জন্য ২বান্ডিল করে ১৬ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকা করে ৪৮হাজার টাকার চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন, ইউপি চেয়ারম্যান বিপুল দাস প্রমুখ। গত ২০১৯ সালের ২১ নভেম্বর উপজেলার পয়সারহাটে অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ক্ষতিগ্রস্থ ৮জন ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
Leave a Reply