নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরচর মৌজার মালিকানাধীন রেকর্ডিং জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে জোরপূর্বক মাটি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দখলদারিত্বের পাশাপাশি ভূূমিদস্যু সন্ত্রাসী বাহীনি গত ১৬/১১/২০২০ তারিখে অবৈধভাবে ড্রেজার দিয়ে ফসলী জমি কেটে নেয়। জমির মালিকরা বাধা দিলে প্রাণ নাশের হুমকিসহ মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওয়ারিশ সূত্রে জমির রেকর্ডিং মালিক, মৃতঃ আঃ রহমান রাড়ীর ছেলে আঃ ছাওার রাড়ী (৭০), আঃ কাদের রাড়ীর ছেলে মোঃ আজিজুল রাড়ী (৫৫), মৃতঃ আলী আহম্মেদ রাড়ীর ছেলে মোঃ ইসমাইল রাড়ী (৭০), মৃতঃ আঃ রশিদ রাড়ীর ছেলে মোঃ আব্দুল রাড়ী (৪৫), মৃতঃ আঃ জব্বারের ছেলে আঃ খালেক রাড়ী (৪৭) সর্ব সাকিন গাগুরিয়া, মালিক পক্ষের তফসিল সম্পত্তির পরিচয় মেহেন্দীগঞ্জ থানার কাজিরচর মৌজায়, জে এল নম্বর ১১০, খতিয়ান ৬৬৬, ৬৬৭, ৬৬৮, ৬৬৯, ৬৭০, দাগের ৫৭০৬, ৫৭০৭, ৬৭০৮, ৫৭০৯, ৫৭১০, ৫৭১১, ৫১০৯, ৫১১০, ৫১০৫, ৫১০৬, ৫১১৫, ৫১১৬, ৫৭১৮, ৫৮১৯, ৫৭২০, ৫৭২১, ৫৭২২, ৫৭২৪, ওই জে এলের ২৯৮, ২১৯, ২১৪ খতিয়ানে ৫১১৪, ৫৭১২,৫৭১৩,৫৮১৪,৫৭১৫,৫৭১৬,৫৭১৭,৫৭০০,৫৭০২,৫৭০৩,৫৭০৫/ ৫৭০১/৫৯৯১, ৫১১১,৫১১২ রেকর্ডিং সূত্রে মালিক থাকিয়া জমি চাষাবাদ করে আসছে। দস্যুরা ওই জমি কেটে নেওয়ার কারনে চাষি জমি ভেঙ্গে নদীর সাথে ভিলেন হয়ে যাচ্ছে। রেকডিং জমি জোরপূর্বক দস্যু, আবুল কালাম হাওলাদারের ছেলে মোঃ শাওন হাওলাদার (২৫), মৃতঃ মকবুল মোল্লার ছেলে মোঃ মুনসুর (৫০) ও মোঃ মারুফ (৪০), মোঃ বেল্লাল জোমাদ্দারের ছেলে ফিরোজ জোমাদ্দার (৪০), মোঃ সিদ্দিক শরীফের ছেলে মোঃ চাঁন মিয়া (৩৫), আবুল ঢালীর ছেলে মোঃ হাসান ঢালী (৩৬), কাজিরচর এলাকার ১০/১৫ জন দস্যুরা অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি বিক্রি করে ভূমিদস্যুরা অবৈধভাবে লাভবান হচ্ছে। তারা আরো বলেন, আমাদের সম্পত্তি রক্ষা করতে প্রশাসনের সহযোগীতা কামনা করছি। ওই ভূমিদস্যু সন্ত্রাসীদের কাছে থেকে জমি উদ্ধার করতে বরিশাল জেলা প্রশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারসহ বিভিন্ন দপ্তরে ওই জমি থেকে অবৈধ ড্রেজার সরিয়ে নিতে তাদের সহযোগীতা কামনা করছেন ভুক্তভোগীরা। দস্যুরা জমি বিক্রি লাভবান হলেও জমির মালিকরা রয়েছেন অনিশ্চয়তায়। প্রশাসন চাইলে ভূমিদস্যুদের কাছ থেকে ওইসব জমি উদ্ধার করা সম্ভব।
Leave a Reply