মুলাদী প্রতিনিধি ॥ প্রাকৃতিক দূর্যোগের কারণে রবি/২০২০-২০২১ মৌসমে গম, ভূটÍা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, মুসরী, খসারী, টমেটো ও মরিচ ফসলের পূর্ণবাসন কর্মসর্চীর আওতায় মুলাদী উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার করা হয়েছে। গতকাল বেলা ১১ টায় মুলাদী উপজেলা কৃষি অফিসের চত্তরে উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা কৃষি অফিসার রেজাউল হাসান, উপজেলা আওয়ামীলীগ নেতা জিয়াউল করিম মোল্লা, নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাদল ভুইয়া, উপজেলা কষি অফিসের উপসহকারী (উদ্ধিদ সংরক্ষণ) অফিসার বাহা উদ্দিন, উপজেলা কৃষি অফিসওে উপ-সহকারী কামরুজ্জামান, সাংবাদিক বৃন্দ, ও কৃষি অফিসের অন্যান্য কর্মচারী বৃন্দ। এসময় উপজেলা কৃষি অধিদপ্তরের পূর্ন বাসনের আওতায় ১৮২০ জন এবং প্রনোধনা মাধ্যমে ১০৩৫ জন কে কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। বীজ ও সার বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন বর্তমান সরকার কৃষি নির্ভর সরকার, ভয়াবহ করোনায় যখন সারা বিশ্ব খাদ্য ঘাটতি রয়েছে, সেই মুর্হুতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেতী শেখ হাসিনা কৃষকদের মাধ্যমে সারা দেশে কোথায় কোন জমি খালী না থাকে তার জন্য একক সময় একক ফসলের বীজ ও সার বিতরন করেছেন। বর্তমার সরকারের বরাদ্ধকৃত বীজ ও রাসায়নিক সার যদি কোন বীজের দোকানে বা ডিলারের কাছে পাওয়া যায় তা হলে তার লাইসেন্স বাতিল করার নির্দেশ দিয়েছে।
Leave a Reply