নিজস্ব প্রতিবেদক ॥ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের সহযোগিতায় জেলা প্রশাসন বুধবার সকালে এই সেমিনারের আয়োজন করে। জেলা প্রশাসনের হলরুমে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক খোন্দকার আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শাহ সোয়াইব হোসাইন, জেলা ক্যাবের সভাপতি রণজিৎ দত্ত, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ স্থানীয় পর্যায়ের অংশীদাররা অংশগ্রহণ করেন। সেমিনারে অতিথিরা বলেন, স্থানীয় পর্যায়ে ভোক্তার অধিকারের দিকে খেয়াল রাখতে হবে। ভোক্তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের নজরদারি বাড়াতে হবে। ভোক্তার স্বার্থের দিকে খেয়াল রেখে সকল পণ্য উৎপাদন ও বাজারজাত করতে হবে। এছাড়া সেবাদানকারী সংস্থাগুলোকে ভোক্তার স্বার্থ অক্ষুণ্ন রাখার আহ্বান জানানো হয় সেমিনারে।
Leave a Reply