স্টাফ রিপোর্টার ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে ডিজিটাল মিডিয়ার স্বপ্নসারথি বাংলানিউজের ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। রোববার (০১ জুলাই) সকাল সাড়ে ৯টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বর্ষপূর্তির কেক কাটা হয়।
এর আগে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি বিধান সরকারের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। এসময় তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশক বাংলানিউজের ভবিষ্যতের পথচলা আরও সুন্দর ও সুগম হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন- বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার ইউনুস, বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, বরিশাল উত্তর জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদ, জেলা বাসদের সভাপতি ইমরান হাবিব রুমন, ঝালকাঠি জেলার কালচারাল অফিসার আল মামুন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র প্রার্থী বশির আহম্মেদ ঝুনু, ডা. মনিষা চক্রবর্তী।
আরও উপস্থিত ছিলেন- বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সুশান্ত ঘোষ, আলী খান জসিম, সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার, সাংবাদিক রফিকুল ইসলাম, মিথুন সাহা, কাওসার হোসেন, শাহীন হাফিজ, ফিরোজ মোস্তফা, শাওন খান, খেলাঘর বরিশাল জেলা কমিটির সম্পাদক (প্রচার ও প্রকাশনা বিভাগ) মঈনুল হাসান সবুজ, বরিশাল কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি অপু রায়, হেলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালুকদার হৃদয় প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে শুক্রবার (২৯ জুন) বাংলানিউজের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে নগরের বিবির পুকুরের পূর্ব পাড় থেকে একটি র্যালি বের করা হয়। যা নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply