বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জে নিয়মের তোয়াক্কা না করে নাম মাত্র রেজুলেশন করে লক্ষাধীক টাকার গাছ বিক্রয় করার অভিযোগ উঠেছে মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন হাওলাদারের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানাযায়, মাধবপাশা ইউনিয়ন পরিষদে ১০ বছর আগে রোপিত ১৫-২০ টি মেহগনি, রেইনট্রি, কড়াই ও বিভিন্ন প্রজাতির প্রায় দেড় লক্ষাধিক টাকার গাছ মনগড়া দামে স্থানীয় এক গাছ ব্যবসায়ীর কাছে বিক্রয় করে দিয়েছে ইউপি চেয়ারম্যান জয়নালসহ কয়েকজন ইউপি সদস্য। নিয়ম অনুযায়ী জরুরি ভিত্তিতে ইউনিয়ন পরিষদের গাছ কর্তন করতে হলে বন বিভাগের মাধ্যমে মূল্য নির্ধারন ও উপজেলা কমিটির সভায় উপস্থাপনের মাধ্যমে সিধান্ত গ্রহনের কথা থাকলেও তিনি তা না করে কয়েকজনকে ইউপি সদস্যকে নিয়ে গাছ বিক্রয় করে দেয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউপি সদস্য বলেন, গত ২৪ নভেম্বর পরিষদ চত্তরের গাছ বিক্রয়ের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে তিনি তরিগড়ি করে রেজুলেশন তৈরি করেন। ইউপি সদস্য মানিক হাওলাদার বলেন, গাছ বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে চেয়ারম্যানের সমমনা সদস্যদের ছাড়া কাউকে জানানো হয়নি। গাছ কর্তন করতে আসলে আমরা জানতে পারি। এ ব্যপারে মহিলা ইউপি সদস্যদের অধিকাংশকে জানানো হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে বন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, বিষয়টি ইউনিয়ন পরিষদের হলেও মূল্য নির্ধারনের জন্য আমাদের জানানো উচিৎ ছিলো। চেয়ারম্যান মূল্য নির্ধারনের জন্য আমাদের জানায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। গাছ কর্তন ও বিক্রয় প্রক্রিয়া আইনানুগ না হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply