আগৈলঝাড়া প্রতিনিধি ॥ করোনা ভাইরাস প্রতিরোধে ঘরের বাইরে মাক্স বাধ্যতামূলক ব্যবহারের লক্ষে বরিশালের আগৈলঝাড়ায় মাক্স ব্যবহার না করায় ৬টি মামলায় ১হাজার ৫শত টাকা জরিমানা করেছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে ইজিবাইক চালক, পথচারী ও ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণসহ তাদের মাস্ক ব্যবহারের জন্য সচেতন করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেম আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজার ও রথখোলায় মাক্স ব্যবহার না করায় ৬টি মামলায় পথচারী, ইজিবাইক চালক ও ব্যবসায়ীকে ১ হাজার ৫শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী রমনী কান্ত সরকার, এসআই মাহাবুবুর রহমানসহ প্রমুখ।
Leave a Reply