মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ উপজেলার চানপুর ইউনিয়নের লম্পট সুমন মাতুব্বর কর্তৃক ওই এলাকার ১২ বছরের শিশু সোহেল সিকদার বলৎকারের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই শিশুর পক্ষে মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানা পুলিশ অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। চানপুর ইউনিয়নে জোড়খালী এলাকায় রোববার সন্ধা আনুমানিক সাড়ে ৭টায় বাড়ির পাশের একটি সুপারীর বাগানে ঘটনাটি ঘটে। ওই শিশুর বড় ভাই জসিম সিকদার বলেন, ওই লম্পট’র দ্বারা একাধিকবার এমন নিন্দনীয় এবং অসামাজিক কাজের শিকার হয়েছেন তার ছোট ভাই। শিশু সোহেল বলেন রোববার সন্ধায় তাকে অভিনব কায়দায় ডেকে নিয়ে জোড়পূর্বক তার সাথে আপত্তিকর কাজ করেন। বিষয়টি স্থানীয়রা দেখে হাতেনাতে ওই লম্পটকে আটক করলে সে ধস্তাধস্তি করে ছুটে গেলেও তার ব্যবহ্নত মুঠোফোন, হাত ঘড়ি আর লাইট রেখে পালিয়ে যান। শিশুর পরিবার বিষয়টি স্থানীয় চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালীকে অবগত করেন এবং লম্পট’র রেখে যাওয়া মোবাইল, ঘড়ি এবং লাইট তার জিম্মায় রেখে দেন। লম্পট সুমন মাতুব্বর হলেন, জোড়খালী গ্রামের মৃত গিয়াস উদ্দীন মাতুব্বর’র ছেলে। এদিকে সমাজে নিন্দনীয় অপরাধ ঢাকতে লম্পট’র পরিবার ডাকাতির চেষ্টার অভিযোগ তুলেছেন ঘটনার প্রত্যক্ষদীর্শদের বিরুদ্ধে। যা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয় মেম্বার ইফনুছ বিশ্বাস আর চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী বলেন, আপত্তিকর ঘটনার অভিযোগ পেয়েছি। এলাকায় জনশ্রুতি রয়েছে এই পরিবারের বিরুদ্ধে এমন একাধিক ঘটনা রয়েছে। কেউ কেউ বলেন, প্রভাবশালী পরিবার হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে কেউ সাহস দেখাচ্ছে না।
Leave a Reply