নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্টাে পলিটন পুলিশের মোবাইল ফাইন্যান্স সংশ্লিষ্ট অপরাধ তদন্ত বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের সদরদপ্তর, সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম ডিআইজি (ট্রেনিং) সিআইডি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি বরিশাল মেট্টোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার । প্রধান অতিথি বরিশাল মেট্টোপলিটন পুলিশের সদরদপ্তরে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিএমপির কমিশনার। প্রধান অতিথি বিএমপির বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তাদের মাঝে “মোবাইল ফাইন্যান্স সংশ্লিষ্ট অপরাধ তদন্ত’র” মাধ্যমে অপরাধীকে দ্রুততম সময়ে বিচারের আওতায় আনার কৌশল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। আলোচনা শেষে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার প্রধান অতিথিকে বিএমপি’র সকল সদস্যের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন। এ-সময় উপস্থিত ছিলেন, বরিশাল মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম, বরিশাল সিআইডির পুলিশ সুপার মোঃ হাতেম আলী, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা মনজুর রহমান পিপিএম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply