নিজস্ব প্রতিবেদক ॥ তথ্য-প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের বীজ বপন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন মন্তব্য করে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেছেন- দেশের নতুন প্রজন্মের তরুণ উদ্যোক্তাদের নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তাই তরুণরা প্রতিষ্ঠিত হলে বঙ্গবন্ধুর স্বপ্ন প্রতিষ্ঠিত হবে।
সোমবার (৩০ নভেম্বর) বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট এক্টিভেশন প্রোগ্রাম শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের সহযোগিতায় বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে কর্মশালায় বক্তারা বলেন, দেশের তথ্য-প্রযুক্তি খাতে আরও বাজেট বরাদ্দের পাশাপাশি উদ্যোক্তাদের দেওয়া ঋণের সুদের হার কমানো দরকার। একই সাথে সকল উদ্যোক্তাদের উৎসাহ, প্রকৃত উদ্যোক্তাদের সুযোগ ও প্রশিক্ষণ বাড়ানো উচিত। দেশের ইনোভেশনগুলোতে বাংলা ভাষার বিভিন্ন শব্দ ব্যবহারের সুপারিশ জানান তারা।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ডক্টর এসএম তাওহিদুল ইসলাম প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সাংবাদিক, বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট এক্টিভেশন প্রোগ্রামের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা ও বরিশালের বিভিন্ন তরুণ উদ্যোক্তারা কর্মশালায় অংশ নেন।’
Leave a Reply