মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
গ্রেনেড হামলার মামলা থেকে তারেক রহমানসহ বিএনপি নেতারা খালাস পাওয়ায় গৌরনদীতে আনন্দ মিছিল বরিশালের বাকেরগঞ্জসহ চারটি থানা এবং উপজেলায় নাগরিক কমিটি গঠন   আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে, এটা অনেকেরই ভালো লাগেনা-এম. জহির উদ্দিন স্বপন তারেক রহমানের বিজ্ঞ নেতৃত্বের কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি-এম. জহির উদ্দিন স্বপন গৌরনদীতে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে বিড়ি শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দুষ্টামিটাও ছিল যেমন স্পর্শকাতর, খেসারাতটাও দিতে হল তেমনি ভয়ঙ্কর বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ৫ সদস্যের বরিশাল মহানগরে আহ্বায়ক কমিটি গঠন গৌরনদীতে ইউএনওর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে খালের কুচুরিপানা ও ময়লা পরিস্কার করল বৈষম্য বিরোধী ছাত্ররা বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে গৌরনদীতে জাতীয় সমবায় দিবস পালিত আমাদের নেতা তারেক রহমান একটি সাম্যের বাংলাদেশ গড়তে চান-জহির উদ্দিন স্বপন
বগুড়ায় মুলার কেজি মাত্র ৩ টাকা

বগুড়ায় মুলার কেজি মাত্র ৩ টাকা

শীতের অন্যতম সবজি মুলা। মাত্র কয়েক দিন আগেও সবজির বাজার ছিল চড়া; কিন্তু মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে সবজির বাজারে দরপতন হয়েছে। উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ সবজির বাজার বগুড়ার মহাস্থান হাটে সয়লাব হয়ে গেছে মুলায়। দামও একেবারে কম। ৩ থেকে ৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শীতকালীন জনপ্রিয় এই সবজি।

মহাস্থান সবজিবাজারে গতকাল সোমবার সকালে দেখা যায়, শীতের সবজিতে বাজার ভরপুর। তবে মুলা ও ফুলকপির আমদানি সবচে বেশি। সকালে কৃষক তাদের উৎপাদিত সবজি নিয়ে আসেন। তারা বলছেন, নভেম্বরের শেষ দিকে শীতের সবজিতে ভরপুর এই হাট। এবারের মৌসুমে আগাম সবজি বিক্রি হয়েছে বেশ দামেই; কিন্তু এখন দাম পড়ে গেছে।

কৃষকরা জানান, বেগুন, মুলা, পাতাকপি, ফুলকপি, শিম মাসখানেক আগেও তারা ভালো দামে বিক্রি করেছেন; কিন্তু এখন দেশের অন্যান্য জেলার সবজি বাজারে আসায় চাহিদা কমে এসেছে। সে কারণে সবজির দাম এখন বেশ কম।

গতকাল সোমবার মহাস্থান বাজারে মুলা বিক্রি হয়েছে ৩-৪ টাকা কেজি, বেগুন ১০-১২ টাকা, শিম ১৮-২০ টাকা, ফুলকপি প্রতিটি ১০-১১ টাকা, পোটল কেজি ১৫ টাকা, রববটি ১২ টাকা, করলা ১৮-২০ টাকা কেজি এবং বাঁধাকপি ১৮-২০ টাকা পিস দরে বিক্রি হয়েছে। এ ছাড়াও কাঁচামরিচ ৮০ টাকা, নতুন আলু ১০০ টাকা, নতুন পাতা পেঁয়াজ ১৫ টাকা, টমেটো ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

বগুড়া সদর উপজেলার লাহেড়িপাড়া গ্রামের নজরুল ইসলাম নিয়ে এসেছিলেন প্রায় ৮ মণ মুলা। বিক্রি করেছেন মাত্র ১ হাজার ৪০ টাকায়। মণপ্রতি বিক্রি হয়েছে ১৩০ টাকায়; কিন্তু নভেম্বরের শুরুতে তিনি বিক্রি করেন ১ হাজার ৬০০ টাকা মণ দরে।

শিবগঞ্জ উপজেলার টেপাগাড়ি গ্রামের কৃষক আসলাম হোসেন বলেন, সেপ্টেম্বরের শেষ ও নভেম্বরের শুরুতে দুদফায় মুলা বিক্রি করেছেন বেশ দামেই। তখন ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ (সোমবার) তিন-চার টাকার বেশি দাম উঠছে না। তিনি বলেন, ৫ ঝুড়ি মুলা মাঠ থেকে তুলে, ধুয়ে সেগুলো হাটে আনতে প্রায় ১২শ টাকা খরচ হয়েছে। ১৫শ টাকা দাম চেয়েছি; কিন্তু পাইকাররা ৬০০ টাকা দাম বলছেন।

মহাস্থান হাটলাগোয়া অন্ততবালা গ্রামের কৃষক সামেদ মিয়া বলেন, দিন যতই যাচ্ছে, বেগুনের দাম তত কমছে। এই হাটে ৫০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি করেছি বেগুন। আজ সবুজ গোল বেগুনের দাম মণপ্রতি ৪০০ টাকা আর লম্বা বেগুন ৪৪০ টাকা দাম বলছেন পাইকাররা। এরকম হলে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে।

মহাস্থান হাটের সবজিবেপারি তাহেরুল ইসলাম জানান, তিনি ঢাকা ও সিলেট এলাকায় সবজি পাঠান। বাজারে এখন সবজির দাম কম। তাই বেশি করে সবজি পাঠানো হচ্ছে। তা ছাড়া শীতের প্রকোপ বাড়ায় নতুন সবজিও বাজারে উঠতে শুরু করেছে। প্রায় প্রতিদিনই তিন ট্রাক করে মাল পাঠাচ্ছেন। তিনি বলেন, আমাদের ক্রয়মূল্যের সঙ্গে কেজিপ্রতি ৫ টাকা খরচ ধরেই সবজি পাঠাতে হয়। সেক্ষেত্রে বাজারে কেমন দাম পাওয়া যাবে, তা এখনই বলতে পারছি না।

মহাস্থান হাটের ইজারাদার শফিকুল ইমলাম শফি জানান, শীত মৌসুমে মহাস্থান হাট থেকে প্রতিদিন ৮০ থেকে ১০০ ট্রাক সবজি দেশের বিভিন্ন অঞ্চলে যায়; কিন্তু মাঝে কিছুদিন আমদানি কম হওয়ায় এবং দাম বাড়ার কারণে প্রতিদিন ৮-১০ ট্রাক মাল পাঠানো যেত। তবে এখন দাম কমায় এবং সরবরাহ বেড়ে যাওয়ায় প্রতিদিন ৪০-৫০ ট্রাক করে সবজি পাঠানো সম্ভব হচ্ছে।

বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দুলাল হোসেন বলেন, চলতি বছর বগুড়া জেলায় সবজির লক্ষ্যমাত্রা ছিল প্রায় ২০ হাজার হেক্টর জমিতে। ইতোমধ্যে অর্জন হয়েছে ১৮ হাজার হেক্টর। আশা করা যায়, এবার লক্ষ্যমাত্রার অতিরিক্ত আবাদ হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com