ইতালিতে মঙ্গলবার নতুন করে ১৯ হাজার ৩৪৭ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৬ লাখ ২০ হাজার ৯০১ জনে দাঁড়ালো। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর সিনহুয়ার।
ইতালিতে মহামারির দ্বিতীয় ঢেউয়ের লাগাম টেনে ধরতে নভেম্বরের শুরুর দিকে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করার পর প্রাত্যহিক হিসাবে দেশটিতে সক্রিয় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হ্রাস পেতে দেখা যাচ্ছে।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পিরানজার ২ ডিসেম্বর জাতীয় করোনাভাইরাস টিকা প্রদান কর্মসূচির একটি পরিকল্পনা ঘোষণা দেয়ার কথা রয়েছে।
Leave a Reply