নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বরিশালের দুই পৌরসভার নির্বাচনে ২৬টি পদের বিপরীতে ৭৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে দুটি পদের বিপরীতে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮টি পদের বিপরীতে ৫৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ছয়টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেল পর্যন্ত প্রার্থীরা নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তাদের মনোনয়নপত্র উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দেন।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, বাকেরগঞ্জ পৌরসভায় মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন তিনজন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র লোকমান হোসেন ডাকুয়া, বিএনপির এসএম মনিরুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা খলিলুর রহমান। এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকেরগঞ্জ পৌরসভায় ভোটার সংখ্যা ১৫ হাজার ৩০৪ জন। অন্যদিকে উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলীমদ্দিন জানান, উজিরপুর পৌরসভায় মনোনয়ন জমা দেয়া তিন মেয়র প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত গিয়াসউদ্দিন বেপারী, বিএনপির শহিদুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী মো. শহিদুল ইসলাম। এখানে সাধারণ কাউন্সিলর পদে ২৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উজিরপুর পৌরসভায় ভোটার সংখ্যা ১১ হাজার ৯০৪ জন। প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ উপজেলা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply