স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশালের আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রবিবার বেলা এগারটায় নগরীর দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, যতদিন দেশের মধ্যে অপশক্তি মৌলবাদ অরাজগতা সৃষ্টির পায়তারা করবে ততদিন পর্যন্ত বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা রাজপথে কর্মসূচি চালিয়ে যাবে। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেন, ১৯৭০ সালের নির্বাচনের পূর্বে এই মৌলবাদী গোষ্ঠী ধর্মের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিল সেদিন তাদের সেই আসা পুরন হয়নি। এখন আবার এই স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা নতুন করে দেশের ভিতর বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি আরও বলেন, জাতির পিতার কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন ষড়যন্ত্র করে টলানো যাবে না। আওয়ামী লীগ সরকার দেশকে যেভাবে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে সেখান থেকে সরকারের কাজের গতি পিছু টেনে ধরে রাখা যাবে না। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, হাসান মাহমুদ বাবু, এ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব, প্যানেল মেয়র গাজী নঈমুল হাসান লিটু, প্যানেল মেয়র এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, জেলা আওয়ামী লীগ নেতা তারিক বীন ইসলাম, মোয়াজ্জেম হোসেন চুন্নু। অপরদিকে শনিবার রাত থেকে নগরীর সাংবাদিক মাইনুল হাসান সড়কস্থ শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে স্থাপিত জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রক্ষার জন্য মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের নির্দেশে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একই দাবিতে রবিবার সকালে জেলার দশ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply