বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ ভাংচুরের প্রতিবাদে বাকেরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের বিরোধিতার মধ্যে শুক্রবার রাতে কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাংচুর করা হয়। সারা দেশের ন্যায় সকাল ১১ টায় বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাকেরগঞ্জ পৌর অডিটরিয়াম থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এসে শেষ হয়।
প্রতিবাদ সভায় পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া বলেন, অন্ধকারে চোরের মতো জাতির পিতার ভাস্কর্য ভেঙেছেন, যদি আপনাদের এত ঈমানী শক্তি থাকে পারলে দিনের আলোয় সামনে আসেন। পাকিস্তানের প্রেতাত্মারা ফের সক্রিয় হয়ে উঠেছে। একাত্তরে এই মৌলবাদী অপশক্তিকে মুক্তিযোদ্ধারা জবাব দিয়েছে, এখন আবার তারা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা আবার সাম্প্রদায়িক উগ্রতা দেখাতে চাইলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসাইন, অমল চন্দ্র দাস শিবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ডাকুয়া, জয়নুল আবেদীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, সাধারণ সম্পাদক মাসুদ আকন, নিয়ামতি ইউপি চেয়ারম্যান মাসুম মাষ্টার, ভরপাশা ইউপি চেয়ারম্যান আসাদ খান, পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু, কলসকাঠী ইউপি চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না, সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান খোকন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোকলেচুর রহমান, শ্রমিকলীগ সভাপতি কালাম ডাকুয়া, পৌর যুবলীগ সভাপতি খন্দকার জিয়াউর রহমান রিপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, কাউন্সিলর নজরুল ইসলাম আকন, যুবলীগ নেতা মাহফুজুর রহমান, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি শাহআলম ঢালী, পাদ্রীশিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুর ইসলাম সেন্টু উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, সহ-সভাপতি সাজ্জুদুর রহমান খাজা, পৌর ছাত্রলীগ সভাপতি কাওসার আহম্মেদ, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগ সভাপতি মহিদুল ইসলাম মিরাজ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দোলন প্রমুখ।
Leave a Reply