নিজস্ব প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় বিজয় দিবস পালনের প্রস্তুতি সভায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আপত্তিকর মন্তব্য করায় সভায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত প্রকাশ্য সভায় ক্ষমা চাইলেন তিনি। ঘটনাটি ঘটেছে উপজেলা পরিষদ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভায় সোমবার সকালে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের সভাপতিত্বে পূর্বনির্ধারিত উপজেলা প্রশাসনের এ সভা শুরু হয়। সভায় বক্তব্য দিতে গিয়ে রাজিহার ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইলিয়াস তালুকদার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে অনভিপ্রেত বক্তব্য প্রদান করেন। সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক (অব.) লিয়াকত আলী হাওলাদার ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা আহ্বায়ক লিটন আবদুল্লাহ তাৎক্ষণিক চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের বক্তব্যর বিরোধিতা করেন। অন্যদিকে গৈলা মডেল ইউপি চেয়ারমম্যান শফিকুল ইসলাম টিটু মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে বিরূপ মন্তব্য করায় তা নিয়েও বিতর্ক দেখা দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, চেয়ারম্যানরা তাদের দেয়া অনভিপ্রেত বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ায় সভায় তাদের বক্তব্য প্রত্যাহার করে নেয়া হয়েছে।
Leave a Reply