নিজস্ব প্রতিবেদক ॥ “ঘুড়ে দাঁড়াবো আবার সবার জন্য মানবাধিকার এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২০ উদ্যান উপলক্ষ ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোক্ষের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ (১০) ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে একর্মসূচি পালিত হয়।
বরিশাল মহিলা পরিষদ সাধারন সম্পাদক পূস্প রানি চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সহ-সভাপতি ও (সনাক) জেলা সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা, উন্নয়ন সংগঠক রনজিৎ দত্ত, কাজী জাহাঙ্গীর হোসেন, রফিকুল আলম,শুভংকর চক্রবর্তী,সিরাজুল ইসলাম,শিক্ষক নেতা জহিরুল ইসলাম,কাজী ফিরোজ,প্রবিন নারী নেত্রী খালেদা হক, জেবি আর বল্লভ, নারী নেত্রী ও (বিসিসি) সংরক্ষিত কাউন্সিলর কহিনুর বেগম প্রমুখ। এসময় এই কর্মসূচিতে সংহতি জানিয়ে বরিশাল নগরীর বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংগঠন একাত্বতা প্রকাশ করে মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করেন তারা।
Leave a Reply