নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহিলা পরিষদের সাধারন সম্পাদিকা ও অনুষ্ঠানের সভাপতি পূস্পরানি চত্রবর্তী বলেছেন, সরকারের ও রাষ্ট্রের ছত্রছায়ায় এবং সহযোগীতায় ধর্ষকের সাথে (নির্যাতিত) ধর্ষিতার বিয়ের এই ব্যবস্থা করে দেয়ার কারনে ধর্ষকদের আরো উৎসাহিত সৃষ্টি করবে। রাষ্ট্রের এই নিয়মে আমরা মহিলা পরিষদের নেতৃবৃন্দ উদ্বিগ্ন ও শংকিত আমরা বরাবরই সরকারে কাছে দাবী জানিয়ে এসেছি ধর্ষণকারীদের দৃশ্যমান ও দৃষ্টান্ত মূলক শাস্তি যা দেখে অন্য সকল অপরাধীদের ভয় কাজ করবে এবং সেসকল অপরাধীরা জগন্যতম অপরাধ থেকে সরে আসবে। বৃহস্পতিবার (১০) ডিসেম্বর সকাল ১১টায় নগরীর অশি^নী কুমার টাউন হল চত্বরে বরিশাল জেলা মহিলা পরিষদের আয়োজনে “ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ আসুন নারী ও কণ্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি” এই প্রতি পাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ^ মানবাধিকার দিবস-২০২০ উপলক্ষে ধর্ষণ সহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধের দাবীতে অবস্থান কর্মসূচি পালন কালে তিনি গণমাধ্যম কর্মীদের উর্দেশ্য একথাগুলো বলেন।
এসময় আরো বক্তব্য রাখেন মহিলা পরিষদের সহ-সভাপতি ও সনাক জেলা সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ্ সাজেদা, প্রবিন নারী নেত্রী খালেদা হক, সুরুচি কর্মকার, নারী নেত্রী ও( বিসিসি) কাউন্সিলর কহিনুর বেগম প্রমুখ। এসময় মহিলা পরিষদের নেত্রীরা আরো বলেন আমরা স্বাধীন মুক্তিযুদ্ধের বাংলাদেশে নারী-পুরুষ সমন্বয়ে কাজ করে এদেশটাকে একটি উন্নত দেশে পরিনত করি। এখানে থাকবে না কোন সহিংসতা ভেদাভেদ এদিকে সরকার আরো সু- মনোযুগি হয়ে কাজ করার আহবান জানান।
Leave a Reply