কলাপাড়া প্রতিবেদক ॥ পটর্যটন কেন্দ্র কুয়াকাটায় আশংকাজনক হারে বেড়ে গেছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। এর ফলে ভয়ভীতির মধ্যে রয়েছে দেশ বিদেশি আগত পর্যটক। বেশ কয়েক মাস ধরে সৈকতের বিভিন্ন পয়ে›টে ওইসব বেওয়ারিশ কুকুরের উপদ্রব থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন রয়েছে। এসব কুকুরের দল সৈকতের বিভিন্ন পয়েন্টে বিচারণ করছে। তবে পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে বেওয়ারিশ কুকুরগুলো নিধন জরুরি বলে স্থাণীয় ও পর্যটকরা জানিয়েছেন।
সৈকতের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, ২০টির বেশি বেওয়ারিশ কুকুর এদিক-ওদিক ঘুরছে। জোয়ারে ভেসে আসা পচা মাছ খাচ্ছে। সৈকতের জিরো পয়েন্ট, শুটকী পল্লী, গঙ্গামতিসহ একাধিক স্থানে একই অবস্থা দেখা গেছে। সৈকত লাগোয়া ঝাউবাগানের ভেতরেও কুকুরের বিচরন রয়েছে। আনেক সময় বেপরোয়া কুকুর পর্যটকদের আক্রমন করছে। এছাড়া দৃষ্টি নন্দন লাল কাকড়াও ওইসব কুকুরে মেরে ফলছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পর্যটক মাহিমা আক্তার শেলি বলেন, সে সকালে হাঁটতে সৈকতে নেমেছিল। কিন্তু বেওয়ারিশ কুকুরের জন্য স্বাভাবিক হাঁটাচলা করা যাচ্ছে না। সর্বক্ষন কুকুরের আতংকে ছিলাম। ক্ষুদ্র ব্যবসায়ি মো. মান্নান জানান, বেশ কিছুদিন ধরে সৈকতে বেওয়ারিস কুকুরের উপদ্রব বেড়েছে। ওইসব কুকুরের করনে পর্যটকদের আতংকে থাকতে হয়। ফটোগ্রাফার আলী হোসেন জানান, কিছু কিছু সময় পর্যটকরা সৈততে রং ঢং করে ছবি তোলার মুহুর্তে কুকুরের উৎপাত দেখা দিলে তারা ভয় ভীতিতে থাকে। এ সময় ছবি তোলার মুড থাকেনা। কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা জানান, কুকুর মারা সম্পূর্ন ভাবে নিষিদ্ধ। তার পরও পৌর সভার পক্ষ থেকে নিয়ন্ত্রনের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply