স্টাফ রিপোর্টার ॥ পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি’র ৭৬তম শুভ জন্ম বার্ষিকী পালন উপলক্ষে জেলার গৌরনদীতে আলোচানা সভা, কেক কাটা, দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে বরিশাল মেট্রো’র উদ্যোগে গৌরনদী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, কোষাধ্যক্ষ জামিল মাহামুদ, ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি খোকন মুন্সী, বরিশাল মেট্রো’র নির্বাহী সম্পাদক মোল্লা ফারুক হাসান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহসম্পাদক মোহাম্মাদ আলী বাবু, সহপ্রচার সম্পাদক হাসান মাহামুদ, সদস্য এসএম মোশারফ হোসেন, আতাউর রহমান চঞ্চল, আরিফিন রিয়াদ, মনতোষ সরকার, মাসুদ সরদার, জিএম জসিম হাসান, মেহেদী হাসান লিজন, রনি মোল্লা, সৌরভ হোসেন, ডাঃ রুহুল আমিন খান, ফাহাদ মিয়া প্রমুখ। শেষে আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
Leave a Reply