স্টাফ রিপোর্টার ॥ বরিশালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ব্যবহৃত টিউবওয়েল অবৈধভাবে দখল করে বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। খোদ ওই বিদ্যালয়েরই ম্যানেজিং কমিটির সভাপতি দাবিদার মোনাব্বার হোসাইন খান অবৈধভাবে টিউবওয়েল বানিজ্য করে এই ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর ২৬নং ওয়ার্ডস্থ ১২৩নং চরজাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য একটি মাত্র টিউবওয়েল বসানো হয়। কিন্তু কোমলমতি ছাত্রছাত্রীদের কথা না ভেবে ওই বিদ্যালয়েরই ম্যানেজিং কমিটির সভাপতি মোনাব্বার হোসাইন খান অবৈধভাবে প্রভাব খাটিয়ে একমাত্র টিউবওয়েলটি দখল করে সেলিম নামে একব্যক্তিকে ব্যবহারের জন্য নির্দেশ দেন।
তার নির্দেশনা অনুযায়ী সেলিম টিউবওয়েলটিতে পানির মোটর স্থাপন করেন এবং এককভাবে তার বাড়িতে টিউবওয়েলটি ব্যবহার করেন। বর্তমানে মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবে বিদ্যালয় বন্ধ থাকায় টিউবওয়েলটি দখল করতে কোন বেগ পেতে হয়নি মোনাব্বার হোসাইন খানকে।
এমনকি করোনা ভাইরাসের কারনে বিষয়টি এখনো কারো নজরে আসেনি বলে স্থানীয়রা জানান। কিন্তু একটি সরকারি বিদ্যালয়ের একমাত্র টিউবওয়েলটি কোন অদৃশ্য ক্ষমতায়, কার ঈশারায় সভাপতি মোনাব্বার হোসাইন দখল করে অবৈধ বানিজ্যে মেতে উঠেছেন এই প্রশ্নই এখন স্থানীয়দের মনে? আর এই ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে বলে জানাগেছে। এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মাত মরিয়ম জানান, সেলিম নামের একজন টিউবওয়েলটিতে মটর লাগিয়ে বাড়িতে ব্যবহার করছেন। তিনিও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য।
আর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোনাব্বার ভাই তাকে অনুমতি দিয়েছেন। এ সময় তাকে বিদ্যালয়ের টিউবওয়েল দখল করে এভাবে ব্যবহার করার নিয়ম আছে কি না জানতে চাইলে তিনি জানান এ রকম কোন নিয়ম নেই। এ ঘটনায় অভিযুক্ত মোনাব্বার হোসাইন খান নিজেকে ঠিকাদার পরিচয় দিয়ে মোবাইল ফোনে বলেন, আপনাদের আর কোন নিউজ নাই, এই টিউবওয়েল নিয়ে পড়ে আছেন। তিনি দম্ভোক্তি প্রকাশ করে বলেন আমি মোনাব্বার, আপনি কোন পত্রিকার সাংবাদিক? আরো অকথ্য ভাষা ব্যবহার করে লাইন কেটে দেন। এ বিষয়ে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ আর এম মিজানুর রহমান জানান, সরকারি বিদ্যালয়ের টিউবওয়েল দখল করে বাড়িতে ব্যবহারের কোন সুযোগ নেই। তিনি বলেন এ বিষয় আমার জানা ছিলোনা। তবে এখন অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
Leave a Reply