আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে সরকারের প্রতি দেশব্যাপি জাতির জনকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের আহ্বান জানিয়ে প্রতিবাদ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে রোববার সকালে শিক্ষক সমিতির কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক হয়ে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষকসহ উল্লেখযোগ্য সহকারী শিক্ষকমন্ডলীরা মানববন্ধনে অংশ গ্রহন করেন। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে মানববন্ধন চলাকালিন সময়ে জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ সভায় শিক্ষকদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, সমিতির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক হাওলাদার, ছয়গ্রাম স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাসির ইকবাল, কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন চন্দ্র বাড়ৈ।
Leave a Reply