নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর চরকাউয়া খেয়াঘাট এলাকায় থেকে ৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। কোতয়ালি মডেল থানাধীন ওই এলাকায় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহির নেতৃত্বে একটি টিম হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় কুমিল্লার কোতয়ালি থানাধীন এলাকার মোহাম্মদ অপু মিয়া ও তার স্ত্রী মোসাম্মৎ বর্ষা আক্তারের কাছ থেকে ব্যাগভর্তি গাঁজা উদ্ধার করে। গোয়েন্দা পুলিশ জানায়, ডিবি পুলিশের চৌকশ কর্মকর্তা মহিউদ্দিন মাহি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চরকাউয়া খেয়াঘাট এলাকায় মাদক ব্যবসায়ী অবস্থান করছে এবং তাদের কাছে বিপুল পরিমাণ মাদক আছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোসাম্মৎ বর্ষা আক্তার ও তার স্বামী অপু মিয়াকে একটি ট্রলি ব্যাগসহ আটক করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে এসআই মহিউদ্দিন মাহি জানান, মোহাম্মদ অপু মিয়া ও তার স্ত্রী মোসাম্মৎ বর্ষা আক্তার কুমিল্লা জেলার বাসিন্দা হলেও তারা বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে ।
Leave a Reply