স্টাফ রিপোর্টার ॥ বরিশাল আদালতের গারদখানায় দিন দিন পুলিশের চাঁদাবাজি বেড়েই চলছে। ফলে বিচার প্রার্থীদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। এমনি টাকা ছাড়া পানি পান করতেও দিচ্ছে না তারা। ৩শ ৪শ টাক্রা চল এখান থেকে উঠে গেছে। নিচে ৫শ টাকা ছাড়া আসামীর সাথে দেখা কিংবা খাবার দিতে পারবে না কোন মক্কেল বা বিচার প্রার্থী। সাধারণ মানুষের ধারণা ছিল এখান থেকে সাংবাদিক মাসোয়ারা নিয়ে থাকেন। এমনটা ভাবার কোন কারণ নেই। যদিও তারা সাংবাদিকদের কাছ থেকে ৩শ থেকে হাজার টাকা নিয়ে থাকেন।
সূত্র জানিয়েছে, বুধবার ১১ জুলাই বরিশাল আদালতে আসামী সোভন বিশ^াসের মা ২ টি রুটি, ২ টি কলা ও একটি হাফ লিটার খাবার পানি দিতে গেলে গারদখানার দায়িত্বর পুলিশ ৫শ টাকা দাবী করে। পরে সোভনের মা ১শ টাকা দিলেও খাবার সোভনকে দেয়নি। সোভনের মা তার আইনজীবীর কথা বললে সেই আইনজীবী গুষ্টি তুলে গালিগালাজ করে। এরপরে ওই আইনজীবী ৫শ টাকার বিনিময়ে খাবার দিতে সক্ষম হন। এভাবে প্রতিনিয়ত বিচার প্রার্থীদের উপর জুলুম চালাচ্ছেন তারা। যদিও এ ধরণের অভিযোগের অস্বীকার করেছেন মেট্রোগারদের এসআই কালাম।
Leave a Reply