বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৮ লাখ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় নয় হাজার নয় শ’ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। ফলে শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৮ লাখ ২৭ হাজার ১৭৮ জন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছে আরো চার লাখ ৭০ হাজার লোক। এ নিয়ে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৩৯ লাখ ৬০ হাজার ৩৫৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা তিন লাখ ৪৭ হাজার ৭৮৮। আর আক্রান্ত দুই কোটি এক লাখ ২৮ হাজার ৬৯৩ জন।
করোনা আক্রান্তের দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এক কোটি দুই লাখ ৮৬ হাজার ৭০৯ জন করোনা আক্রান্ত। আর মৃতের সংখ্যা দেড় লাখের কাছাকাছি, এক লাখ ৪৮ হাজার ৯৯৪ জন।
মৃতের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৯৫ হাজার ৪১১ জন। আর আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৫৭৮ জন।
Leave a Reply