মোঃ ফরহাদ হোসেন মেহের, বিশেষ প্রতিনিধি : নানা আয়োজন মধ্যদিয়ে লালমোহন উপজেলায় দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সমবার লালমোহন উপজেলা ও পৌর ছাত্রলীগের দলীয় কার্যালয়ের সামনে সকাল ৭টায় পতাকা উত্তোলন ও জাতীয় সংঙ্গীত পরিবেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আয়োজিত কর্মসুচীর শুরু হয়েছে।
বিকেলে লালমোহন পৌর ছাত্রলীগের আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের করা হয় এবং থানারমোড় দলীয় অফিসে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয় ৷ এ সভায় লালমোহন পৌর ছাত্রলীগের আহবায়ক রাসেল হাওলাদারের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক অভি হাসানের সঞ্চালনায় টেলিকনফারেন্সে প্রধান অথিতির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ৷ তিনি বলেন- বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সংগ্রাম, সাফল্য ও ঐতিহ্যের ৭৩ বছর পূর্ণ করেছে। একই সাথে লালমোহন উপজেলা ও পৌর ছাত্রলীগকে ঐতিহাসিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে যা কিছু প্রয়োজন পূর্বেরন্যায় তিনি সর্বদাই করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন ৷
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহসভাপতি আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন, বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখার আহবায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল, যুগ্ন আহবায়ক আনম শাহা জামাল দুলাল, হেলাল উদ্দিন হাওদার, উপজেলা আওমীলীগ সাংগঠনিক সম্পাদক আরজু মুন্সি, উপজেলা যুবলীগ আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগ সভাপতি মোঃ ফরহাদ হোসেন মেহের, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মুর্তজা সজীব, যুগ্ন আহবায়ক হাসান হাওলাদার সহ উপজেলা ছাত্রলীগ, আওয়ামীলীগ ও তার সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply