নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সাংবাদিকদের জন্য ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ’ শেষ হয়েছে। আজ শনিবার (১৬ জানুযারি) বিকেলে প্রশিক্ষনে অংশগ্রহন কারী সাংবাদিকদের সনদ প্রদানের মাধ্যেমে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার , সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাবেক সভাপতি ও পিআইবির প্রশিক্ষক সুশান্ত ঘোষ, সাবেক সভাপতি আলী খান জসিম, সভাপতি নজরুল বিশ্বাস,সহ-সভাপতি গাজী শাহ রিয়াজ, সাধারণ সম্পাদক মিথুন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভসহ বিআরইউ নেতৃবৃন্দ ও সদস্যরা। উল্লেখ্য, ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন। প্রথম দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন নিউ ইয়র্ক টাইমস’র স্ট্রিংগার জুলফিকার আলি মাণিক। দ্বিতীয় দিন ছিলেন নিউ ইয়র্ক টাইমস’র স্ট্রিংগার জুলফিকার আলি মাণিক, বারেক হোসেন ও সুশান্ত ঘোষ। আজকের শেষ (তৃতীয়) দিনে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাজী আনিছ।
Leave a Reply