গাজী মো. গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলার ৩৫ জন সাংবাদিকদের জন্য ৩দিনের জন্য সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় ঝালকাঠি সার্কিট হাউজে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংবাদপত্র কর্মচারী পরিষদের সভাপতি মতিউর রহমান জলিল, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদ, পিআইবি কর্মকর্তা ও প্রশিক্ষণ সমন্বয়ক জিলহাজ্ব ভুইয়া নিপুন। প্রেসক্লাব সহসভাপতি, যমুনা টিভি প্রতিনিধি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দুলাল সাহার সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও যুগান্তরের প্রতিনিধি এ্যাডভোকেট আক্কাস সিকদার। এসময় বক্তারা অনুসন্ধানমূলক সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপুর্ণ দিক তুলে ধরে বক্তৃতা করেন। ঝালকাঠি জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সংবাদ কর্মীরা প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেয়।
Leave a Reply