স্টাফ রিপোর্টার ॥ জনগনের সেবার মান বৃদ্ধি করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশে চারটি নতুন পিকআপ সংযোজন করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারী) দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান আনুষ্ঠানিক ভাবে কোতয়ালী থানায় দুইটি, কাউনিয়া থানায় একটি ও মেট্রোপলিটন পুলিশ লাইন্সে একটিসহ মোট চারটি পিকআপ হস্তান্তর করেন। এসময় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, জনগনের কাঙ্খিত সেবা অতি দ্রুত সময়ের মধ্য নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। নতুন সংযোজন হওয়া পিকআপ গুলো ব্যবহার জনগনের কাছে পুলিশি সেবা পৌঁছে দেয়া হবে। এসময় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার(সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার (সিটি এসবি) মোঃ জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার ষ্টাফ অফিসার শাহেদ আহমেদ চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার(ডিবি) মোঃ রবিউল ইসলাম শামীম, কোতয়ালী থানার ওসি মোঃ নুরুল ইসলাম, কাউনিয়া থানার ওসি মোঃ আজিমুল করিম প্রমুখ।
Leave a Reply