নাজিরপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের নাজিরপুর উপজেলার মধুমতি নদীতে প্রবল ভাঙনে নদী তীরবর্তী ২ নম্বর মালিখালি ইউনিয়নের সাচিয়া বাজার নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে মালিখালি ইউনিয়নের স্কুল-কলেজ, মন্দির, বাসস্থানসহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। উপজেলা প্রশাসন এ বিষয়ে অবগত থাকা সত্ত্বেও কোনো প্রতিকার না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা। সাচিয়া বাজারের ব্যবসায়ী লিটন পাত্র জানান, বাজারে তাদের দুটি মিষ্টির দোকান ছিল। নদী ভাঙনের কবলে পড়ে তা নদীতে বিলীন হয়ে গেছে। নদী তীরবর্তী আরও প্রায় ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে গেছে। নদী ভাঙনের শুরু থেকেই স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের বিষয়টি জানানো হয়েছে। তবে ভাঙনরোধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। মালিখালি ইউনিয়নের চেয়ারম্যান সুমন মণ্ডল (মিঠু) বলেন, মধুমতি নদী থেকে বালু উত্তোলনের ফলে আমার ইউনিয়নের ১১ নম্বর ঝনঝনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাচিয়া সার্বজনীন দুর্গা মন্দির, সাচিয়া বাজারের দোকান ঘর, জেলে সম্প্রদায়ের কয়েকশত ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। তিনি আরও বলেন, আমি কয়েকবার বিষয়টি উপজেলা আইন-শৃঙ্খলা সভায় ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটিতে ভাঙনের বিষয়টি উত্থাপন করলেও আজ পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহ আলম বালী জানান, সাচিয়া বাজার রক্ষায় সেখানে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিউব্যাগ ফেলে নদী ভাঙন রোধে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ বিষয়ে কয়েকবার দরপত্র আহ্বানও করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো দরপত্রদাতা পাওয়া যায়নি। ফলে কাজটি করা যাচ্ছে না।
Leave a Reply