চরফ্যাসন প্রতিনিধি॥ চরফ্যাসনে স্ত্রীর সাথে অভিমান করে আবু জাহের (৪৫) নামে এক ব্যাক্তির বিষপানের মৃত্যুর খবর পাওয়া গেছে।সোমবার ভোর রাতে আমিনবাদ ইউনিয়নের কুলসুমবাগ গ্রামের নিজ বাড়িতে তিনি বিষপান করেন। স্বজনরা বিষপানে গুরুতর আহত জাহেরকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করেন। গতকাল মঙ্গলবার ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাহের আমিনাবাদ ইউনিয়নের কুলসুব বাগ গ্রামের পাচু মৃদ্দার ছেলে। প্রতিবেশিরা জানান, নিহত জাহের নানান রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি সময়ে চিকিৎসার জন্য নিজ মালিকানাধীন ২৮ শতাংশ জমি বিক্রি করেন তিনি। জমি বিক্রির প্রায় ১৪ লাখ টাকা স্ত্রী ফরিদার নামীয় ব্যাংক হিসাবে জামা রাখেন। উন্নত চিকিৎসার জন্য স্ত্রীর কাছে জমাকৃত টাকা চাইলে স্ত্রী ওই টাকা দিতে রাজি হননি। এনিয়ে তাদের মধ্যে বিবাদ বাধে।ওই বিবাদের জের ধরে স্ত্রী ফরিদার সাথে অভিমান করেন সোমবার ভোর রাতে তিনি বিষপান করেন। স্বজন গুরুতর আহত জাহেরকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চরফ্যাসন থানার ওসি মনির হোসেন মিয়া জানান, ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেনের কাছ প্রাপ্ত খবরে জানতে পেরেছি সদর থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করেছেন।
Leave a Reply