নিজস্ব প্রতিবেদক ॥ ৬৯ এর গণআন্দোলনে শহীদ আসাদের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে শহীদ আসাদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৯টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে রক্ষিত শহীদ আসাদের অস্থায়ী প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে শহীদ আসাদ পরিষদের সভাপতি ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাবেক সভাপতি সাবেক ছাত্র নেতা খান আলতাফ হোসেন ভুলু, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শিক্ষক নেতা অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল, জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, বরিশাল সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মোতালেব হাওলাদার, জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, জেলা জাসদ সভাপতি আ. হাই মাহাবুব, জেলা গণফোরাম সভাপতি হিরন কুমার দাস মিঠু, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী এবং জেলা শহীদ আসাদ পরিষদের সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী। বক্তারা শহীদ আসাদের আদর্শ বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
Leave a Reply