ঝালকাঠি প্রতিনিধি ॥ ৬ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ঝালকাঠি জেলা কমিটি। বুধবার সকালে জেলা প্রশাসক ও জেলা মৎস্য কর্মকর্তা বরাবর এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির দাবির মধ্যে রয়েছে দেশের সকল নদীর মোহনায় ক্যাপিটাল, ড্রেজিং করতে হবে, ওই সকল মোহনা থেকে খুটাজাল, নেটজাল, বেহেন্দী জাল, উচ্ছেদ করতে হবে। মৎস্য বিভাগের সকল পর্যায়ে প্রকল্পে মৎস্যজীবী জেলে সংগঠনের প্রতিনিধি অন্তরভুক্ত করতে হবে। মৎস্যজীবী জেলেদের সংখ্যা পর্যায়ক্রমে নিয়ন্ত্রনে আনতে হবে ও মৎস্যজীবী জেলেদের এফ আই ডি কার্ড সংশোধনে মৎস্যজীবী জেলে সংগঠনের প্রতিনিধি অন্তভুক্ত করা। ভূমিহীন মৎস্যজীবী জেলেদের নামে খাস জমি বরাদ্দ দিতে হবে ও দেশের সকল নদী থেকে খুটাজাল, নেটজাল, বেহেন্দী জাল উচ্ছেদ করে জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ লিখিত ৬ টি দাবি তুলে ধরা হয়। এ সময় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ঝালকাঠি জেলা কমিটির সভাপতি মো.রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম এর নেতৃত্বে সদস্য মো.জাফর মাঝিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply