আগৈলঝাড়া প্রতিনিধি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছুক আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে সম্ভব্য চেয়াম্যান প্রার্থীরা দলের কাছে নৌকা মার্কার মনোনয়নচেয়ে দলের কাছে আবেদনপত্র জমা দিয়েছে। গত কয়েক দিন আগৈলঝাড়ায় দলিয় মনোনয়ন চেয়ে আবেদনপত্র জমা দিতে দলে দলে মিছি করে প্রার্থীদের সমথরা,এক উৎসব মূখর পরিবেষ দেখাগেছে, উপজেলার সর্বত্য নির্বাচনি আমেজ দেখা দিয়েছে। গ্রাম-গঞ্জে, পাড়া-মহল্লায় চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্য গভীর রাত পর্যন্ত চলছে নির্বাচনি আলাপ আলোচনা। আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদ থেকে ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র বরাবরে আবেদনপত্র দাখিল করেছেন বর্তমান চেয়াম্যান ইলিয়াস তালুকদার, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন বসু সহ অনেকে। বাকাল ইউনিয়ন পরিষদ থেকে ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে বর্তমান চেয়াম্যান বিপুল দাস, ইউনিয়ন আ,লীগ সাধারণ সম্পাদক মো. শহীদ পাইক সহ অনেকে। গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে আবেদন করেছেন বর্তমান চেয়ারম্যান শফিকুল হোসেন টিট, ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত, শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি বরুন কুমার বাড়ৈ সহ অনেকে গত বুধবার রাতে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্য্যালয়ে বরিশাল জেলা আ.লীগ সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাতের কাছে আবেদনপত্র জমাদেন। এছাড়াও উপজেলার পাঁচটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছুক নেতাকর্মীরা তাদের আবেদনপত্র জমা দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত জানান, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র নির্দেশে ইতোমধ্যে আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে দলীয় মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড উল্লেখ করে আবেদন জমা দিয়েছেন।
Leave a Reply