নিজস্ব প্রতিবেদক ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে বাংলাদেশের অন্যতম বে-সরকারি টেলিভিশন এশিয়ান টিভির বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বরিশালের হোটেল গ্রান্ড পার্কে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ (সিআইপি)। বরিশাল ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম বার, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, এশিয়ান টিভির জেনারেল ম্যানেজার শাহ রেজাউল মাহমুদ, গ্লোবাল ভিলেজ ইউনিভারসিটি বোর্ড অব ট্রাস্টি ড. ইমরান চৌধুরী, যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আক্তার ফারুক শাহীন, দৈনিক আজকের পরিবর্তনের সম্পাদক ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশিদ (সিআইপি) বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা টিকা এনেছেন। এখন আর বাংলাদেশের মানুষের ভয় নেই। তিনি আপোষহীন নেত্রী। শেখ হাসিনার কারনে বাংলাদেশের মানুষ নিরাপদ আছে। তিনি আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম না হলে এশিয়ান টিভি হতো না। এশিয়ান টিভির সাংবাদিকরা সব সময় সত্যের পথে কাজ করছেন। এখানে অন্যায়কে প্রশ্রয় দেয়া হয় না। যার কারনে এ টেলিভিশন অল্প সময়ে মানুষের দোর গোরায় পৌছে গেছে।
Leave a Reply