চরফ্যাসন প্রতিনিধি॥ চরফ্যাসনের শশীভূষণ থানা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে জামাল হোসেন (৩০) নামের এক কৃষককে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার ৪দিন পর চিকিৎসা শেষে গতকাল শুক্রবার কৃষক জামাল হোসেন বাদী হয়ে এজাহারভুক্ত ৪ জনসহ অজ্ঞাত নামা ৩ জনকে আসামী করে শশীভূষণ থানায় মামলাটি দায়ের করেন। গত মঙ্গলবার রাতে চরকলমী ইউনিয়নের আঞ্জুরহাট বাজারে এঘটনা ঘটে। আসামীরা হলেন, মোঃ আলকাস, নুরুল আলম নান্টু মোঃ আলমাস, মোঃ তারেক। এজাহার সুত্রে জানাযায়, প্রতিবেশী মোঃ আলকাস, নুরুল ইসলাম, মোঃ আলমাছ, তারেকের সাথে আর্থিক লেন দেন নিয়ে পুর্ব থেকেই বিরোধ চলে আসছিলো। এনিয়ে গত মঙ্গলবার আলমাছ গংরা পুর্ব পরিকল্পিত ভাবে সংঘবদ্ধ হয়ে আঞ্জুরহাট সংলগ্ন ইউনিয়ন পরিষদের নির্জন স্থানে আটকে রেখে মধ্যযোগীয় কায়দায় লোহার রড দিয়ে এলোপাথারী মারধর করে গুরুতর জখম করে। এসময়ে সাথে থাকা নগদ ১০হাজার টাকা হাতিয়ে নেন। তার চিৎকারে স্থানীয়রা হামালাকারীদের কবল থেকে উদ্ধার করে রাতেই চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।ঘটনার ৪দিন পর চিকিৎসা শেষে ৪ এজাহারভুক্ত ৪ জনসহ অজ্ঞাত নামা ৩ জনকে আসামী করে শশীভূষণ থানায় মামলাটি দায়ের করেন। স্থানীয়রা জানান, আলকাছ ও আলমাসের বিরুদ্ধে চরফ্যাসন উপজেলার বিভিন্ন থানায় ডাকাতি , ধর্ষণ চাঁদাবাজী, চুরি, সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক মামলা রয়েছে। তার এখনও ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী। পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়ালেও তারা প্রভাবশালী হওয়ায় গ্রেফতার করছেন না। অভিযুক্ত আলকাছ জানান, মারধরের বিষয়টি সঠিক নয়। পাওনা টাকা নিয়ে জামালের সাথে কথার তর্কবিতর্ক হয়েছে। শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম জানান, এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply