আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় নারীদের অর্থনৈতিক ক্ষেত্রে স্বাবলম্বী করতে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পক্ষ থেকে গ্রামীণ জনপদের দুঃস্থ ও অসহায় ১৫জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র পক্ষ থেকে শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫জন অসহায় ও দুঃস্থ নারীদের সেলাই মেশিন প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন। অনুষ্ঠানে রাজিহার ইউনিয়নের লাবনী গুপ্ত, মোনতারা ঢালী, লিমা হালদার, বাকাল ইউনিয়নের ববিতা বৈদ্য, শম্পা জয়ধর, সাথী আক্তার, বাগধা ইউনিয়নের রোকসানা বেগম, মঞ্জু গাইন, নাজমা বেগম, গৈলা ইউনিয়নের রোকেয়া বেগম, পুতুল বেগম, হুসনে আরা বেগম, রত্নপুর ইউনিয়নের হাসিনা বেগম, আফরোজা বেগম ও সীমা হালদারকে সেলাই মেশিন প্রদান করা হয়। জেলা পরিষদের তহবিলের আওতায় সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা উজ্জল লাহেড়ী, কৃষ্ণকান্ত হালদার, মুরাদ সিকদার, অমিও লাল চৌধুরী, শহিদুল ইসলাম পাইক, বজলুর রহমান হাওলাদার, হালিমুজ্জামান হালিম, তরিকুল ইসলাম চাঁন, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply