বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু দুই দিনের সফরে আজ বরিশাল আসছেন অতিথি গ্রুপ অব কোম্পানির এমডি লায়ন সাইফুল ইসলাম সোহেল  পিরোজপুর ভান্ডারিয়ার যুব মহিলা লীগ নেত্রী জুথি গ্রেফতার গৌরনদীতে তিন দফা দাবি আদায়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল উপজেলা প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম গ্রেনেড হামলার মামলা থেকে তারেক রহমানসহ বিএনপি নেতারা খালাস পাওয়ায় গৌরনদীতে আনন্দ মিছিল বরিশালের বাকেরগঞ্জসহ চারটি থানা এবং উপজেলায় নাগরিক কমিটি গঠন   আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে, এটা অনেকেরই ভালো লাগেনা-এম. জহির উদ্দিন স্বপন তারেক রহমানের বিজ্ঞ নেতৃত্বের কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি-এম. জহির উদ্দিন স্বপন গৌরনদীতে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে বিড়ি শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দুষ্টামিটাও ছিল যেমন স্পর্শকাতর, খেসারাতটাও দিতে হল তেমনি ভয়ঙ্কর
পৌরসভা নির্বাচন, কলাপাড়ায় অধিকাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী অপরাধের মামলা

পৌরসভা নির্বাচন, কলাপাড়ায় অধিকাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী অপরাধের মামলা

কলাপাড়া প্রতিনিধি ॥ কলাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে অধিকাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে। এদের কারো কারো বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন ও বাংলাদেশ দন্ডবিধি ধারায় গুরুতর অভিযোগ বিদ্যমান এবং বিএসটিআই আইন ও নির্বাচন বিধিমালা আইনে মামলা রয়েছে। এছাড়া কোন কোন প্রার্থীর বিরুদ্ধে নিজস্ব গ্যাং গ্রুপ নিয়ে চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজি, দখল বানিজ্য করে গত কয়েক বছরে রাতারাতি কোটিপতি বনে যাওয়ার গুঞ্জন রয়েছে। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা ও প্রশাসনের উচ্চ পর্যায়ে এদের হট কানেকশন থাকায় ফৌজদারী অপরাধে যুক্ত থেকেও এরা এখন স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে জনপ্রতিনিধি হয়ে ক্লিন ইমেজ গড়ার মিশনে নেমেছে। ফৌজদারী অপরাধের সাথে যুক্ত এরা পৌরসভার জনপ্রতিনিধি নির্বাচিত হলে নাগরিক সেবা, সুশাসন বিপন্ন হওয়া সহ মাদক দ্রব্যের বিস্তার, ইভটিজিং, চাঁদাবাজি, সন্ত্রাস মুক্ত পৌরসভা গঠন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুশীল সমাজের নাগরিকরা। ১৪ ফেব্রুয়ারী চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য কলাপাড়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহন কারী এসকল প্রার্থীরা ইতোমধ্যে কিশোর গ্যাং সদস্যদের নিয়ে ভোটারদের কাছে তাদের পক্ষে ভোট চাইতে যাওয়ায় আতংকিত হয়ে পড়ছেন ভোটাররা। এরা মিটিং, প্রচারনা সহ নির্বাচনী কর্মকান্ডে ভোটারদের অংশ নিতে বললে ভয়ে মুখে না বলতে সাহস করছে না কেউ। ফৌজদারী অপরাধে যুক্ত এসকল প্রার্থীরা স্থানীয় সরকার পরিষদের নির্বাচিত প্রতিনিধি হয়ে নাগরিক সেবা, সুশাসন ও গনতন্ত্রের জন্য কতটা সহায়ক হবে, নাকি জনপ্রতিনিধি হয়ে পুন:রায় চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজি, দখল বানিজ্য করে আখের গুছিয়ে নিতে ব্যস্ত থাকবে-এমন প্রশ্ন ও শংকা এখন ভোটারদের মাঝে। কলাপাড়া থানা ও পৌরসভা নির্বাচনে দাখিলকৃত এসকল প্রার্থীদের হলফ নামা থেকে জানা যায়, ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: তারেকুজ্জামান’র নামে কলাপাড়া থানায়, জিআর-২৫২/১৩, বা.দ.বি. আইনের ১৪৩/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৫০৬(খ) ধারার অভিযোগ বিদ্যমান, যা পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজি: আদালতে বিচারাধীন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুল আমিন ওরফে রুহুল’র নামে জিআর-১৯/১৬, জিআর-৫০/১৮, বা.দ.বি. আইনের ৩২৩/৩৭৯/ ৫০৬ (খ) ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে অপরাধের অভিযোগ রয়েছে, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকি হোসেন জুকু’র নামে কলাপাড়া থানা ও জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একাধিক মামলা রয়েছে, যা বা.দ.বি. আইনের ১৪৩/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬ ধারার অভিযোগ সহ ৩২৩/৩৮৪/৩৮৬/৩৬২/৪০৬/৪২০/৫০৬ সহ বিএসটিআই আইনের অভিযোগ, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জুকু’র সহোদর ছোট ভাই মো: খালিদ খান’র নামে কলাপাড়া থানায় জিআর-২৫২/১৩, জিআর-৩৬৪/১৯, জিআর-০৬/১৮, বা.দ.বি. আইনের ১৪৩/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩৭৯/৫০৬(খ) ধারার অভিযোগ সহ দ্রুত বিচার আইনের ৪/৫ ধারার অভিযোগ বিদ্যমান, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশরাফুল আলম’র নামে কলাপাড়া থানায় জিআর-২০৭/১৬, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে, একই ওয়ার্ডের রাশেদ খান’র নামে জিআর-২৬১/১৬, বা.দ.বি. আইনের ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/ ৩০৭ ধারার অভিযোগ বিদ্যমান, যা পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজি: আদালতে বিচারাধীন, ৯নং ওয়ার্ডের আল আমিন সরদার’র নামে, জিআর-২০/২০১৮, বা.দ.বি. আইনের ৩৩২/৩৫৩ ধারার অভিযোগ বিদ্যমান রয়েছে। সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী উম্মে তামিমা বিথি ও লাইজু হেলেন লাকী নির্বাচনী ব্যয় রিটার্ন দাখিল না করায় নির্বাচন বিধিমালা ২০০৮ এর ৭৪ ধারায় পৃথক দু’টি মামলা রয়েছে। এছাড়া ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জুয়েল রানা ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জসিম হাওলাদার ফৌজদারী অপরাধের সাথে যুক্ত থেকেও মামলা সম্পর্কিত সকল তথ্য হলফ নামায় গোপন করায় তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করেন জেলা রিটার্নিং অফিসার। এদিকে ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বিপুল হাওলাদারের নামে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিএসটিআই আইনে একটি মামলা চলমান রয়েছে। বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী মো: হুমায়ুন কবির’র নামে বিশেষ ক্ষমতা আইনে কলাপাড়া থানায়, নং-৫, তারিখ-০৮/০২/১৮, একটি মামলা সম্পর্কিত তথ্য রয়েছে, যা তিনি হলফ নামায় উল্লেখ করেননি। বিএনপি সূত্র জানায়, মামলাটির অভিযোগ পত্রে তাকে বাদ দেয়া হয়েছে বিধায় তিনি হলফ নামায় এ তথ্য উল্লেখ করেননি। সুশাসনের জন্য নাগরিক (সুজন) কলাপাড়া শাখার সভাপতি ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম বলেন, স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোন বিধি নিষেধ না থাকায় অনেক স্বল্প শিক্ষিত প্রার্থী কোনরকম অষ্টম শ্রেনী পাশের প্রত্যয়ন সংগ্রহ করে নির্বাচনে অংশ নিচ্ছে। এছাড়া ফৌজদারী অপরাধের সাথে যুক্ত এসকল প্রার্থী জনপ্রতিনিধি নির্বাচিত হলে সুশাসন ও নাগরিক সেবা নিশ্চিত করায় প্রতিবন্ধকতা দেখা দেবে। নাগরিক ঐক্য, কলাপাড়া’র আহবায়ক নাসির তালুকদার বলেন, ফৌজদারী অপরাধের সাথে যুক্ত এসব বিতর্কিত প্রার্থী জনপ্রতিনিধি নির্বাচিত হলে এদের দিয়ে নাগরিক সেবা পাওয়ার সুযোগ নেই। এদের দ¦ারা সুশাসন ও অপরাধ মুক্ত সমাজ গঠন প্রত্যাশা করা যায় না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com