আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় গত কয়েক দিন ধরে হিমেল হাওয়া ও কুয়াশার কারনে বিপর্যস্ত হয়ে পড়েছে মানবজীবন। অধিক শীত ও কুয়াশার কারনে নিম্ন ও মধ্যবিত্ত ঘরের লোকজন পড়েছে মহাবিপাকে। তীব্র শীত নিবারনের জন্য প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে নির্ঘুম রাত কাটে গ্রামের বেশির ভাগ দরিদ্র মানুষের। দরিদ্র মানুষ কোন কাজের জন্য ঘর থেকে বাহিরে যেতে পারছে না। গত কয়েকদিন ধরে শীতের কারনে হতদরিদ্র মানুষ গরম কাপড়ের অভাবে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণ করছে। শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে পুরনো কাপড়ের দোকানে ভিড় বাড়ছে। গতদু’দিন ধরে কনকনে শীত আর কুয়াশা যেন পাল্লা দিয়ে বাড়ছে। শীতের তীব্রতা আর ঘন কুয়াশার কারনে শিশু এবং বয়োবৃদ্ধদের ঠান্ডাজনিত রোগবালাই বেড়েই চলছে। অধিক কুয়াশার কারনে জমির বীজ ধান পুড়ে যাচ্ছে। শীতের কারনে সন্ধ্যার পরপরই রাস্তা-ঘাট ও হাট-বাজারে লোকজনের উপস্থিতি কমে যাচ্ছে। তীব্র শীত ও কুয়াশার কারনে দিনমজুর শ্রেণীর মানুষ তাদের কর্মস্থলে যেতে পারছে না।
Leave a Reply