বিশেষ প্রতিনিধি ॥ কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ধারাবাহিক অভিযান শুরু হয়েছে। পর্যটকদের আকৃষ্ট করতে এবং তাদের স্বস্তি দিতেই কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের নেতৃত্ব দিচ্ছে এই সর্মসূচির। ‘পরিচ্ছন্ন কুয়াকাটা পরিচ্ছন্ন আমরা’ শ্লোগানকে সামনে রেখে রবিবার সকাল ১০টায় কার্যক্রম শুরু হয়। পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সোহরাব হোসাইন, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুযার, সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, কাউন্সিলর মো. শহিদ দেওয়ান, ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি জনি আলমগীর, ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আল আমিন প্রমূখ। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সোহরাফ হোসাইন বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকত বিশ্বের মধ্যে অন্যতম একটি পর্যটক বান্ধব সৈকত। এই সৈকতকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে প্রতি সপ্তাহেই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
Leave a Reply