দখিনের খবর ডেস্ক ॥ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের এনএটিপি ২ এর পিবিআরজি প্রকল্পের আওতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত কার্প ফ্যাটেনিং প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে গত ২৫ জানুয়ারী বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সলিমপুর গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কার্প ফ্যাটেনিং প্রযুক্তি উপ-প্রকল্পের প্রধান গবেষক একুয়াকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও এমএস ছাত্র অয়ন সমাদ্দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মৎস্য বিভাগের সদস্য পরিচালক ড. মো: মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উক্ত উপ-প্রকল্পের সহকারী প্রধান গবেষক ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আরিফুল আলম, তিনি কার্প ফ্যাটেনিং প্রযুক্তির পটভূমি ও সফলতা তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পবিপ্রবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: লোকমান আলী, বরিশাল বিভাগীয় মৎস্য অধিপদপ্তরের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মো: মনিরুল ইসলাম বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দেশের এক ইঞ্চি জায়গাও যেন পতিত না থাকে। তার জন্য আমাদের কে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন বাড়াতে হবে। আর তার জন্য সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করবে আমাদের চাষীরা। সভাপতির বক্তব্যে ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক কার্প ফ্যাটেনিং প্রযুক্তি উপ-প্রকল্পে অর্থায়ন ও সামগ্রিক সহায়তার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলকে ধন্যবাদ জানান। তিনি এই কার্প ফ্যাটেনিং উপ-প্রকল্পের বিস্তারিত গবেষণা পদ্ধতি, প্রতিবন্ধকতা ও তা পেরিয়ে প্রাপ্ত সফলতার সামগ্রিক আলোচনা করেন। অনুষ্ঠানে মৎস্যচাষীদের মধ্যে বক্তব্য রাখেন ইভান মাতুব্বর এবং রিমন মাতুব্বর, তারা বলেন আমরা আগে ১-২ ইঞ্চি বা ১৫-৩০ দিন বয়সের পোনা ছাড়তাম, যা বাজারে বিক্রির উপযোগী করতে ২-৩ বছর লেগে যেত। তাই আমরা ১ কেজিরও ছোট মাছ বাজারে বিক্রি করে দিতাম এবং মাছের অনেক কম দাম পেতাম। আমাদের সাধারণ চাষ পদ্ধতিতে মাছ চাষ করলে প্রায়শই মাছে বিভিন্ন রোগ হতে দেখতাম। মাছের আকার যেমন ছোট হত, তেমনি মজুদকৃত মাছের বড় একটা অংশই মারা যেত। কিন্তু এই প্রজেক্টের অধীনে নিয়মিত মনিটরিং এর কারনে মাছের আকার যেমন অতি অল্প সময়ে বৃদ্ধি পেয়েছে তেমনি রোগও অনেক হ্রাস পেয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের নদী উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিৎ বসু এবং ইকোফিশ ও ওয়ার্ল্ডফিশের গবেষণা সহযোগী সাগরিকা স্মৃতি। মাঠ দিবস অনুষ্ঠানে উক্ত উপ-প্রকল্পের সদস্যবৃন্দ, পবিপ্রবির মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের এমএস ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকসহ শতাধিক মৎস্যচাষী উপস্থিত ছিলেন।
Leave a Reply