নিজস্ব প্রতিবেদক॥ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মোঃ আমজাদ হোসেন গত মঙ্গলবার ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাত ৩ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মৃতকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি দুই পুত্র, এক কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। জানাযার নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাগন ও বাংলাদের সরকারের পক্ষে উজিরপুর মডেল থানা পুলিশ এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী প্রশাসনের লোকজন নিয়ে গার্ড অফ অর্নার প্রদান করেন। পাশাপাশি লেবুখালি শেখ হাসিনা ক্যান্টনমেন্টের পক্ষ থেকে মেজর সরোয়ার এর নেতৃত্বে বিকেল ৪ ঘটিকায় দ্বিতীয় দফায় গার্ড অফ অর্নার প্রদান করেন। বরাকোঠা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় তার জানাযার নামাজ শেষে মরহুম এর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তারুণ্যের বার্তার প্রকাশক ও সম্পাদক নাছির আহমেদ রনি সহ পরিবারবর্গ। মহান আল্লাহর কাছে প্রার্থনা তাকে যেন জান্নাতুল ফিরজাউস নসিব করেন।
Leave a Reply