স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সিটি কপোরেশনের বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর মই মার্কার মেয়র প্রার্থী ডাঃ মনীষা চক্রবর্তী ১৪ দফা ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলে এ ইশতেহার ঘোষনা করেন। ঘোষিত ইশতেহারে রয়েছে, কাউন্সিলরদের বাইরে বিভিন্ন শ্রেণীর মানুষের প্রতিনিধিদের নিয়ে বরিশাল সিটি করপোরেশনে নগর কাউন্সিল গঠন করা, দুর্নীতিমুক্ত ও জবাবদিহীতামূলক সিটি করপোরেশন গড়া, নগরবাসীর জীবন-মান ও রুচি-সংস্কৃতির উন্নয়ন করা, নগরকে নারী ও শিশুবান্ধব হিসেবে গড়ে তোলা, অধিকার বঞ্চিত ও অনুন্নত এলাকার উন্নয়ন করা, নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা ও তরুণ যুবকদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা, নগরের খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসন করা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটানো ও নিশ্চিত করা, সিটি করপোরেশেনের নিম্নআয়ের কর্মচারীদের বেতন নিশ্চিত করা, ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা চলাচলের জন্য বিশেষ উদ্যোগ নেয়া, সরকার-প্রশাসনের অসহযোগিতায় বা চাপে দায়িত্বপালনে অসমর্থ হলে পদত্যাগ করে জনগণের মতামতের ওপর করণীয় নির্ধারণ করা। ইশতেহার ঘোষণাকালে মেয়র প্রার্থী ডাঃ মনীষা চক্রবর্তী বলেন, আমি নির্বাচিত হলে বিসিসি হবে লুটপাট-দুর্নীতিমুক্ত, অধিকারবঞ্চিত মানুষের অধিকার আদায়ের সিটি করপোরেশন। এসময় উপস্থিত ছিলেন, বাসদ কেন্দ্রীয় সদস্য রসিদ ফিরোজ, জোহুরা রেখাা, ইমরান হাবীব রুমন, বদরুজ্জোহা সৈকত, শ্রমিক নেতা হাসেম মাস্টার ও আঃ রাজ্জাক।
Leave a Reply