গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান নৌকা প্রতীক নিয়ে টানা তৃতীয় বার গৌরনদী পৌরসভার মেয়র নির্বাচিত হলেন। শনিবার রাত ৯টা ৪৭ মিনিটে নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারী ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। সর্বমোট ২৩২৭২ ভোট পেয়ে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি হয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শরীফ জহির সাজ্জাদ হান্নান। তিনি পেয়েছেন ৬৭৯ ভোট। বিএনপি প্রার্থী শনিবার দুপুরে তার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাত মুলক আচরন ও ভোট গ্রহনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। নির্বাচনে পৌরসভার ৯টি সাধারন ওয়ার্ডের মধ্যে কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন ১নং ওয়ার্ডে মোঃ খোকন সিকদার (ডালিম প্রতীক), ২নং ওয়ার্ডে মোঃ খায়রুল খান (উটপাখি প্রতীক), ৩নং ওয়ার্ডে আল আমীন হাওলাদার (উটপাখি প্রতীক), ৪নং ওয়ার্ডে লিটন বেপারী (উটপাখি প্রতীক), ৫নং ওয়ার্ডে শাহীন গাঁজী (ডালিম প্রতীক), ৬নং ওয়ার্ডে মোঃ আতিকুর রহমান শামীম (টেবিল ল্যাম্প প্রতীক), ৭নং ওয়ার্ডে মোঃ শাখাওয়াত হোসেন সুজন (টেবিল ল্যাম্প প্রতীক), ৮নং ওয়ার্ডে ইখতিয়ার আহাম্মেদ (টেবিল ল্যাম্প প্রতীক), ৯নং ওয়ার্ডে মিলন খলিফা (উটপাখি প্রতীক) সংরক্ষিত ৩টি নারী ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন, ১.২.৩ নং ওয়ার্ড সেলিনা পারভীন (আনারস প্রতীক), ৪.৫.৬ নং ওয়ার্ডে রুনু আলম (আনারস প্রতীক), ৭.৮.৯ নং ওয়ার্ডে সাবিনা খন্দকার (চশমা প্রতীক)।
Leave a Reply