বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
মেয়র হারিছ গ্রেপ্তারের খবরে গৌরনদীতে সাধারন মানুষের উল্লাস ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষাভ মিছিল গৌরনদীতে এইচপিভি টিকা দান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন কাশিপুরের ড্রেজার ব্যবসায়ী সুমনের অপকর্মে কেউ খুন হলে দায় নেবে না বিএনপি এতিম শিশুর অধিকার নিশ্চিতে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন বিধবা মা প্রতারণা ও জালিয়াতি করেও ধরা ছোঁয়ার বাইরে যশোরের প্রতারক মিঠু স্কুল কলেজের আধুনিক শিক্ষার ন্যায় মাদ্রাসা শিক্ষাকেও কর্মমূখী শিক্ষায় রুপান্তর করতে হবে-এম. জহির উদ্দিন স্বপন বিসিসিআই’র রেজিস্ট্রার খাতা ছিনতাইয়ের সময় গণধোলাইর শিকার হলেন শেখ রহিম আগৈলঝাড়ায় বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় মন্দির ভিত্তিক স্বেচ্ছাসেবক কমিটি গঠন করে মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে-জহির উদ্দিন স্বপন দেশ চলবে সংবিধান অনুযায়ী ইচ্ছা অনিচ্ছায় পরিবর্তন হতে পারবে না–খালেদা জিয়ার উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন
অটোপাশে বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫৫৬৮ জন

অটোপাশে বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫৫৬৮ জন

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসিতে অটোপাশের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫৬৮ জন। পরীক্ষাবিহীন ফলাফল পেলেও তাতে খুব একটা খুশি নয় মেধাবী শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, করোনা মহামারির কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যাশা পূরণ না হলেও এই ফল মেনে নিয়েছে সবাই। শনিবার সকাল পৌনে ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন সাংবাদিকদের হাতে এইচএসসির অটোপাশের ফলাফলের সিট তুলে দেন। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, এবার এইচএসসিতে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিল ৬৮ হাজার ৯২০ জন শিক্ষার্থী। এদের মধ্যে সবাই পাশ করেছে। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫৬৮ জন। এ বছর জিপি-৫ প্রাপ্তির সংখ্যা গতবছরের তুলনায় প্রায় ৫ ভাগ বৃদ্ধি পেয়েছে। মোট পাশের ৮.০৮ ভাগ জিপিএ-৫ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ২ হাজার ২৭৪ জন এবং ৩ হাজার ২৯৪ জন ছাত্রী। গতবছর মোট জিপিএ-৫ পেয়েছিল ছিল ১ হাজার ২০১ জন শিক্ষার্থী। মোট ৬৮ হাজার ৯২০ জন উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৪ হাজার ২৭৩ জন ছাত্র এবং ছাত্রী ৩৪ হাজার ৬৪৭ জন। এছাড়া জিপিএ-৪-৫ গ্রেডে ২১ হাজার ৩৫৬ জন, জিপিএ-৩.৫-৪ গ্রেডে ১৭ হাজার ১৪১ জন, জিপিএ ৩-৩.৫ গ্রেডে ১৩ হাজার ৭২৬ জন, জিপিএ-২-৩ গ্রেডে ১০ হাজার ৭২১ জন এবং জিপিএ-১-২ গ্রেডে পাশ করেছে ৪০৮ জন। বিভাগভিত্তিক উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৪ হাজার ১৮৮ জন, মানবিক বিভাগে ৪০ হাজার ১২০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৪ হাজার ৬১২ জন। শিক্ষার্থীরা এই ফলাফল মেনে নিয়েছে বলে দাবি করেছেন বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ চন্দ্র পাল। তবে পরীক্ষাবিহীন ফলাফলে তেমন একটা খুশি নয় শিক্ষার্থীরা। তাদের মধ্যে নেই আনন্দ-উচ্ছ্বাস। অটোপাশে মেধার যথাযথ মূল্যায়ন হয় না বলে জানান তারা। বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, অটোপাশের ফলাফলের ব্যাপারে কারো আপত্তি থাকলে রিভিউ করার সুযোগ আছে। তাদের আগামী৭ দিনের মধ্যে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com