ষ্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশনার মোঃ মাহবুব তালুকদার রিটারনিং কর্মকর্তাসহ নির্বাচনে দায়িত্ব পালনরত সকলের উদ্দেশে বলেন, ভোট কেন্দ্রের পবিত্রতা পালন করবেন। অন্যথায় ১৯৯১ সালের নির্বাচনী বিধি অনুযায়ী ব্যাবস্থা নেব। বিসিসি নির্বাচন আইনশৃক্ষলা নিয়ন্ত্রনে সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মোঃ মাহবুব তালুকদার।
গতকাল বিকেল সাড়ে ৪ টায় বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে ওই সভা অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন, আবারো বরিশালে ব্যক্তিগতভাবে পর্যালোচনা করার জন্য এসেছি। শুধু আইনশৃক্ষলা বাহিনীর সাথেই নয়, সকল মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের সাথে সভা করবো। কোন রকম অসুবিধা দেখলে রিটার্নিং কর্মকতাকে জানতে হবে এবং ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কোন চাপের মুখে নত হওয়া যাবেনা। নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামানের সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন, রিটার্নিং কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, নগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ মাহফুজুর রহমান, বিজিবির লে. কর্নেল মোঃ মোস্তাফিজুর রহমান, বরিশাল র্যাব-৮ এর পরিচালক আতিকা ইসলাম, বরিশাল আনসারের রেঞ্জ কমান্ডার মোল্লা আমজাদ হোসেন, বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, নগর পুলিশের উপ-কমিশনার মোঃ মোয়াজ্জেম ভুইয়া, জেলা সিনিয়র নির্বাচন কমিশনার মোঃ হেলাল উদ্দিনসহ অনান্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে এখন পর্যন্ত বরিশালে বিজিবি না আসলেও আইন শৃক্ষলা সভায় বিজিবির সিনিয়র অফিসাররা অংশ গ্রহন করেন। বিজিবি বরিশালে আসার বিষয়ে গতকাল রাতে এনডিসি জানান, ১৯ প্লাটুন বিজিবি আসবে বরিশালে। পূর্বের ১৫ প্লাটুনের সিদ্ধান্তের সাথে ৪ প্লাটুন বাড়িয়ে ১৯ প্লাটুন করা হয়েছে। যারা আগামী কালের মধ্যে বরিশাল এসে পৌছানোর কথা রয়েছে।
Leave a Reply