স্টাফ রিপোর্টার ॥ ট্রেন দুর্ঘটনায় নিহত সরকারি কর্মকর্তা রণজিৎ চন্দ্র সরকারের পরিবারের সদস্যদের খোঁজ খবর নিলেন মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। গত ২৭ জুলাই রনজিতের বিধবা স্ত্রী রিনা রাণী চাকলাদার একমাত্র ছেলে হৃদয় সরকারকে সাথে নিয়ে গণভবনে মানবতার মা ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাতকালে ঢাকা উদয়ন স্কুলের ৭ম শ্রেনীর ছাত্র হৃদয়কে জড়িয়ে ধরে প্রধানমন্ত্রী আবেগে আপ্লুত হয়ে পরেন। দীর্ঘ সময় কথা বলার পর রণজিৎ চন্দ্র সরকারের দুই কণ্যা ও এক পুত্রের লেখাপড়াসহ তাদের পরিবারের ভরনপোষনের জন্য অনুদানের একটি চেক রিনা রাণী চাকলাদারের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।
আলাপকালে রনজিতের দুই মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া স্নাতকোত্তর সুস্মিতা সরকার ও এসএসসিতে জিপি-এ ৫ পাওয়া বিন্দু সরকারের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী যে কোন সুবিধা-অসুবিধা সরাসরি তাকে জানানোর জন্য বলেন। তিন বছর আগে ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর ঈদের ছুটিতে ময়মনসিংহে নিজ পিত্রালয়ে মায়ের সাথে দেখা করে ঢাকায় ফেরার পথে মর্মান্তিক ট্রেন দূর্ঘটনায় মারা যান প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) রণজিৎ চন্দ্র সরকার। দূর্ঘটনার তিন বছর পর চলতি বছরের গত ২৬ জুলাই রণজিৎ চন্দ্র সরকারের স্ত্রী রিনা রাণী চাকলাদারের মোবাইল ফোনে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকটা আকস্মিকভাবে মোবাইল ফোনে কুশল বিনিময়ের এক পর্যায়ে প্রধানমন্ত্রী রিনা রাণী চাকলাদারকে গণভবনে দেখা করার আমন্ত্রন জানান। প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী গত ২৭ জুলাই শুক্রবার একমাত্র পুত্র সন্তান হৃদয় সরকারকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যান রিনা রাণী চাকলাদার। উল্লেখ্য, রিনা রানী চাকলাদার দৈনিক দখিনের খবর পত্রিকার প্রধান সম্পাদক সমীর কুমার চাকলাদারের ছোট বোন।
রিনা রাণী চাকলাদারের পৈত্রিক বাড়ী বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামে। ৮ ভাই ৩ বোনের মধ্যে রিনা রাণী চাকলাদার সবার ছোট। বড় ভাই অজিৎ কুমার চাকলাদার গৌরনদী কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল ছিলেন। সেঝ ভাই বিশ্বনাথ চাকলাদার বাহরাইনে একটি কোম্পানীর কেমিস্ট হিসেবে কর্মরত আছেন। ৪র্থ ভাই সমীর কুমার চাকলাদার পেশায় একজন চিকিৎসক। তিনি সরকারি চাকুরী থেকে অবসর নিয়ে এখনও নিজ বাড়ীতে দিনভর সাধারন মানুষের ফ্রি চিকিৎসা সেবা করছেন। এছাড়া তিনি বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দখিনের খবর পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে আছেন। সমীর কুমার চাকলাদারের স্ত্রী দিপালী রাণী চাকলাদার গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষিকা ও দৈনিক দখিনের খবর পত্রিকার উপদেষ্টা। ৫ম ভাই শংকর চাকলাদার ভারতে আইন পেশায় নিয়োজিত আছেন। ষষ্ট ভাই শ্যামল কুমার চাকলাদার বুয়েট ইঞ্জিনিয়ার। ৭ম ভাই কমল চাকলাদার পরিবহন ব্যবসা করছেন এবং ছোট ভাই শুবীর চাকলাদার গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাসক। বোন বীনা চাকলাদারের স্বামী পেশায় শিক্ষক ছিলেন। বোন বাণী চাকলাদারের স্বামী পেশায় একজন কেমিষ্ট।
Leave a Reply