নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল সকাল ১১টায় অশ্বিনী কুমার হলচত্বরে বিনামূল্যে সর্বস্তরের জনগণকে করোনা ভ্যাক্সিন দেয়ার দাবিতে এবং শেবাচিম ও বরিশাল সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা উন্নত করার দাবিতে এবং শেবাচিম হাসপাতালে উচ্চশিক্ষা চালুর দাবিতে বাসদ এর মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাসদ এর আহবায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে ও বাসদ এর সদস্য সন্তু মিত্রর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল হক, বরিশাল রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং ২৩২৪) এর সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার প্রকাশনা সম্পাদক কাজল দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার সদস্য লামিয়া সাইমুন প্রমুখ। বক্তারা বলেন, করোনা ভ্যাক্সিন বিনামূল্যে সর্বস্তরের জনগনের জন্য নিশ্চিত করতে হবে। বিভিন্ন বাহিনী ও আমলাদের অগ্রাধিকার না দিয়ে সর্বস্তরের বয়স্ক, অসুস্থ মানুষ ও স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দিতে হবে। একইসাথে বক্তারা বলেন- বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা অত্যন্ত মুমূর্ষু। এম আর আই, সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ড মেশিন অচল হয়ে পড়ে আছে, বার্ন ইউনিট সহ বিভিন্ন ইউনিটে সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক নেই। আই সি ইউ একজন চিকিৎসক দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে। সদর হাসপাতালের সেবার মান ও খুবই খারাপ। বক্তারা অবিলম্বে বিনামূল্যে সর্বস্তরের জনগণকে ভ্যাক্সিন দেয়া এবং শেবাচিম ও সদর হাসপাতালের সেবার মান উন্নত করার জন্য এবং শেবাচিম হাসপাতালে উচ্চশিক্ষা চালুর জন্য জোর দাবি জানান।
Leave a Reply