আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের আয়োজনে মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) টিকাদানের জন্য কর্মী ও সেচ্ছাসেবকদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা হাসপাতালের আঞ্চলিক প্রশিক্ষন হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে টিকাদান প্রশিক্ষন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ অসিম রঞ্জন হালদার, ডাঃ সৈকত জয়ধর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিয় রতন ঘটক, মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই মোঃ মিজানুর রহমান। ডাঃ বখতিয়ার আল মামুন জানান, আগামী ৭ ফেব্রুয়ারী উপজেলা হাসপাতালে ৯ শত ৪৭ ভায়াল কোভিড-১৯ টিকা উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হবে। অনলাইন আবেদনের মাধ্যমে রেজিষ্টেশন করে কোভিড-১৯ টিকা কার্ড নিয়ে হাসপাতালে এসে টিকা গ্রহনের জন্য বলা হয়েছে। শুধুমাত্র যারা রেজিষ্টেশন করবে তারা ছাড়া কেউ কোভিড-১৯ টিকা গ্রহন করতে পারবে না। তিনি আরো জানান, ২টি গ্রুপে ৪৮ জন সেচ্ছাসেবক ১৬টি কেন্দ্রে এই টিকা প্রদান করে থাকবেন। প্রথম গ্রুপে ৮টি কেন্দ্রে সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, সেকমো ও এফডাব্লিউভিসহ ২জন করে ১৬ জন এবং ২য় গ্রুপে ৮টি কেন্দ্রে রেডক্রিসেন্ট সোসাইটির সেচ্ছাসেবক ৮জন, গ্রাম পুলিশ ১০ জন ও হাম রুবেলা টিকাদানকারী সেচ্ছাসেবক ১৪জনসহ ৩২ জন কোভিড-১৯ টিকা প্রদান করবেন। এখানে প্রথম সারির কোভিড সম্মুখ যোদ্ধা এবং ৫৫ বছরের উর্ধে ব্যক্তিদের মাঝে এই কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।
Leave a Reply