কলাপাড়া প্রতিনিধি ॥ কলাপাড়ার টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার শেষবিকেলে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারির চিঠির খবর ভাইরাল হয়। প্রজ্ঞাপনে বলা হয়, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিধায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ইউপি চেয়ারম্যানকে তার পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়। উল্লেখ, গত ২৯ নভেম্বর বিকালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে মুক্তিযোদ্ধা শাহআলমের ঘরে প্রবেশ করে চেয়ারম্যান শিমুর নেতৃত্বে তার উপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে শাহআলমের হাত এবং পা ভেঙ্গে যায়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় মুক্তিযোদ্ধা শাহআলমের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই চাকামাইয়া এলাকায় অভিযান চালিয়ে চেয়ারম্যান শিমু ও তার স্ত্রী এলিজাসহ ৫ জনকে গ্রেফতার করে।
Leave a Reply